বর্তমান জামানার মধ্যে ইসলামের উপর এতো চাপ কেন? তা যদি জন সাধারন মানুষ ভালো করে জানার চেষ্টা করে, আমার মনে হয় ভালো হতো। ইসলামের উপর এরকম অত্যাচারের মূল হলো রাসূর (সা:) কে নিয়ে কূটনৈতিক কথা বলা। এরকম অনেক মানুষ আছে রাসূল (সা:) নিয়ে কূটনৈতিক কথা বলে। তারা আবার পাঁচওয়াক্ত নামাজ ও পড়ছে। যে রাসূল কে না পেলে গুটা দুনিয়া সৃষ্টি হতো না এবং আশরাফুল মাখলুকা ও সৃষ্টি হতো না, সে নবি করিম (সা:) নিয়ে যদি আমরা কূটনৈতিক কথা বলি। কেন আমাদের উপর এরকম গজব পরবে না, অব্যশই পরবে। আপনারা সাবধান হয়ে যান,যারা রাসূল (সা:) নূর বলতে অশিকার করেন এবং হাজের নাজের বলতে অশিকার করেন, ইলমে গায়েব বলতে অশিকার করেন। রাসূল (সা:) যদি গায়েব না জানতো,তাহলে কিভাবে আমাদের রাসূল ভব্যিষত বানি বলে গেছে। রাসূল বলছে আমার আখেরি জামানের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। এর মধ্যে একটি দল হবে জান্নাতি বাকি সব জাহান্নামি। তা আমরা আজ বাস্তব চোখে দেখতেছি। এর থেকে প্রমানি পেয়েছি যে রাসূর (সা:) ইলমে গায়েবের অধিকার আমার আল্লাহ্ তা'লা দিয়েছেন। আর বারাবারি করে লাভ কি?