জঙ্গি মুক্ত দেশ চাই। আসুন আমরা জেনে নেই কিভাবে জঙ্গি মুক্ত দেশ গড়তে হবে
আমাদের দেশের স্রুলগান হবে জঙ্গি মুক্ত দেশ চাই। আমাদের দেশে জঙ্গি মুক্ত দেশ গড়তে হলে আমাদের সবার সচেতন হতে হবে। এবং বিশেষ করে কলেজ ভার্সিটিতে পড়ুয়া ছাত্রদের কে বেশি খেয়াল রাখতে হবে এবং তার কোন খানে যাই এবং কার সাথে মিলা মিশা করছে, আমাদের দেশে একটু খেয়াল করলে দেখবেন বেশি ভাগ জঙ্গিই কলেজ ভার্সিটিতে পড়ুয়া ছাত্র। তারা কেন এতো বুঝেও অবুঝ হয়ে যাচ্ছে? তার অব্যশই একটা কারন আছে। এবং আমাদের শহরে, শহরের আনাচে কেনাচে ভিবিন্ন বিল্ডিং এ বাসা বাড়া করে তারা বসবাস করছে। আমাদের সে দিক দিয়ে খেয়াল রাখতে হবে যে আমি কার কাছে বাড়া দিচ্ছি,তার বাড়ি কোথাই সে কি করে বা কিসে পড়ছে, তার আসল ঠিকানা জানতে হবে। এবং যার সন্তান কলেজ ভার্সিটিতে পড়ছে তাকে বেশি করে খেয়াল রাখতে হবে। এটা হলো মূল বিষয়। আশা করি এভাবে সচেতন হলে আমাদের দেশকে জঙ্গি মুক্ত দেশ করা যাবে।
Comments
Post a Comment