এক নজরে জেনে নিন। ব্রাক্ষণবাড়িয়ার জেলার একটি অংশ আড়াইসিধা গ্রাম।
আমরা অনেক গর্বিত আড়াইসিধা একটি গ্রামে জম্ম হয়ে। কারন আমরা কোনো এক সময়ে পেয়েছি সবকিছুর একটি খনি। তার নাম হলো জনাব মো: শফিউল আলম সাহেব(সচিব)। বাংলাদেশের অনেক জায়গাতেই কিছু ছিলনা! তখন আমাদের এই ছোট গ্রামটিতে গ্যাস, বিদ্যুৎ,রাস্তাঘাট আরো অনেক কিছু পেয়েছি। আমাদের এই গ্রামের কৃতি সন্তারেন জন্য। শুধু আড়াইসিধা গ্রাম বললেই চলবেনা, গুটা ব্রাক্ষণবাড়িয়া জেলার অনেক কিছুর অবদান রেখেছে, জনাব মো: শফিউল আলম সাহেব। ওনার জিবনের সংক্ষিপ্ত কিছু বননা দিলাম। গুটা বাংলাদেশের বননা দিলে শেষ হবেনা। তাই আমরা হারিয়েছি
Comments
Post a Comment