সাহিত্যিক হবার চিন্তা করছেন? তো ভালো কথা। কিন্তু চারদিকে বুঝে সাহিত্যিক হোন। নিচের লেখাটা একটু পড়ুন।
অনেকের ভিতরেই সাহিত্যিক ভাবটা থাকে। কিন্তু এর মাঝে কেউ হয়ে যাই,আবার কেউ শত চেষ্টার পরও হতে পারে নাই। আচ্ছা আমি সাহিত্যিক ভাইদেরকে বলতে চাই। আপনারা আপনাদের মনের ভাবকে প্রকাশ করবেন ভালো কথা। কিন্তু এর মাঝে একটু ইসলামিক দিকটা ভালো করে বুঝে নিন। কেন না,যখন আপনারা বড় ধরনের সাহিত্যিক হয়ে যান। তখন দেখি আপনারা নাস্তিক হয়ে যান। কিন্তু এরপর কেন এরকম হয়ে যান?তখন কি আপনারা একটু বেশি বুঝেন? ভাই,সাহিত্যিক হবেন তো ভালো কিন্তু আমাদের ইসলামের কিছু গুনগান লিখেন। যা আখিরাতে আপনি কিছু পাবেন। আমার বাস্তব জিবনের অবিগতা বলতেছি। যারা সাহিত্যিক হয়ে গেছে,বা হইতাছে তাদের বেশির ভাগ মানুষই নাস্তিক। ধন্যবাদ লেখাটা আর বড় করতে চাই না। আমি ক্ষমা পারতি যারা আমার লেখা পরে কষ্ট পেয়েছেন।
thik kotha bolsen vai
ReplyDelete