তুমি এই রাতের বাতাস...।
তুমি এই রাতের বাতাস
বাতাসের সিন্ধু--ঢেউ
তুমার মতন কেউ
নাই আর!
অন্ধকার নিঃসাড়তার
মাঝখানে
তুমি আনো প্রাণে
সমুদ্রের ভাষা,
রুধিরে পিপাসা
যেতেছে জাগায়ে,
ছেঁড়ে দেহে--ব্যাথি মনের ঘায়ে
ঝরিতেছে জলের মতন,
রাতের বাতাস তুমি,--বাতাসের সিন্ধু--ঢেউ,
তোমার মতন কেউ
নাই আর।
বাতাসের সিন্ধু--ঢেউ
তুমার মতন কেউ
নাই আর!
অন্ধকার নিঃসাড়তার
মাঝখানে
তুমি আনো প্রাণে
সমুদ্রের ভাষা,
রুধিরে পিপাসা
যেতেছে জাগায়ে,
ছেঁড়ে দেহে--ব্যাথি মনের ঘায়ে
ঝরিতেছে জলের মতন,
রাতের বাতাস তুমি,--বাতাসের সিন্ধু--ঢেউ,
তোমার মতন কেউ
নাই আর।
Comments
Post a Comment