জেনে নিন সাধারন নলেজ-১
১.৫২ এর ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? উ: নুরুল আমিন ২. ৫২ এর ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উ: খাজা নাজিমউদ্দিন ৩. কেন্দ্রীয় শহিদ মিনার আনুষ্ঠানিক ভাবে কবে উদ্বোধন করা হয়? উ: ২৩ ফ্রেবুয়ারী,১৯৫২ ৪. কে কেন্দ্রীয় শহিদ মিনার উদ্বোধন করেন? উ: শহীদ শফিউরের পিতা মৌলিভী মাহাবুবুর রহমান ৫. ঐতিহাসিক ছয়দফা কে ঘোষণা করেন? উ: শেখ মুজিবুর রহমান ৬. পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা,না উর্দু এই গ্রন্থের লেখক কে?? উ: মুহম্মদ শীহদুল্লাহ ৭. শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয় কবে? উ: ১৯৫৩ সালে। ৮. আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন? উ: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ৯. ২১ দফার প্রথম দফা কি ছিল? উ: বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা। ১০. বাংলাদেশ আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়? উ: ১৯৪৯ সালের ২৩ জুন ধন্যবাদ এই প্রযন্তই সমাপ্ত দিলাম। এবং আপনারা দোয়া এবং উৎসাহ দিলে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো।