Posts

Nurul Islam Faruqi History

Image
কতো দিন হয়ে গেলো দেখেনি তুমাই চোখের নয়ন তারা। তুমি যেনো মৃত্যু বরণ করো নি। করেছে প্রতিটি সুন্নিয়ত। কতো সুন্দর নূরের মতো চেহারা ছিলো তুমার। কি ছিলো তুমার দুষ!? শুধু এতো টুকুই ছিলো। তুমি রাসূলের গুলামী করতে বলে। আজ তুমাকে কাফেরেরা মেরেছে। ফারুকি হত্যার বিচার চাই। ফারুকি হত্যার বিচার চাই।

মুফতি মোঃ আলাউদ্দিন জেহাদির প্রশ্ন উওরে ওহাবীদেরর দাত বাঙ্গা জবাব।

Image
আশুগঞ্জ লেবার অফিসের মাঠে ১৪.০৫.২০১৭ ইং তারিখ রোজ রবিবার। এক বিরাট সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথী হিসেবে ছিলেন মুফতি মোঃ আলাউদ্দিন জেহাদি। তিনি ১০০ উপরে কিতাব আদি এনে এবং কিতাব থেকে দলিল সহকারে বয়ান করে, ওহাবীদের দাত বাঙ্গা জবাব দিয়েছেন এই মাওলানা। রাসূল (সাঃ) কে হাজির নাজের না মানা এবং মিলাদ কেয়াম আরো অনেক তা প্রমান সহকারে দলিল দিছেন মুফতি মোঃ আলাউদ্দিন জেহাদি।

তুমি এই রাতের বাতাস...।

তুমি এই রাতের বাতাস                     বাতাসের সিন্ধু--ঢেউ                       তুমার মতন কেউ                                    নাই আর! অন্ধকার নিঃসাড়তার                    মাঝখানে তুমি আনো প্রাণে                    সমুদ্রের ভাষা,                    রুধিরে পিপাসা                    যেতেছে জাগায়ে, ছেঁড়ে দেহে--ব্যাথি মনের ঘায়ে                    ঝরিতেছে জলের মতন, রাতের বাতাস তুমি,--বাতাসের সিন্ধু--ঢেউ,                     তোমার মতন কেউ               ...

জঙ্গি মুক্ত দেশ চাই। আসুন আমরা জেনে নেই কিভাবে জঙ্গি মুক্ত দেশ গড়তে হবে

আমাদের দেশের স্রুলগান হবে জঙ্গি মুক্ত দেশ চাই। আমাদের দেশে জঙ্গি মুক্ত দেশ গড়তে হলে আমাদের সবার সচেতন হতে হবে। এবং বিশেষ করে কলেজ ভার্সিটিতে পড়ুয়া ছাত্রদের কে বেশি খেয়াল রাখতে হবে এবং তার কোন খানে যাই এবং কার সাথে মিলা মিশা করছে, আমাদের দেশে একটু খেয়াল করলে দেখবেন বেশি ভাগ জঙ্গিই কলেজ ভার্সিটিতে পড়ুয়া ছাত্র। তারা কেন এতো বুঝেও অবুঝ হয়ে যাচ্ছে? তার অব্যশই একটা কারন আছে। এবং আমাদের শহরে, শহরের আনাচে কেনাচে ভিবিন্ন বিল্ডিং এ বাসা বাড়া করে তারা বসবাস করছে। আমাদের সে দিক দিয়ে খেয়াল রাখতে হবে যে আমি কার কাছে বাড়া দিচ্ছি,তার বাড়ি কোথাই সে কি করে বা কিসে পড়ছে, তার আসল ঠিকানা জানতে হবে। এবং যার সন্তান কলেজ ভার্সিটিতে পড়ছে তাকে বেশি করে খেয়াল রাখতে হবে। এটা হলো মূল বিষয়। আশা করি এভাবে সচেতন হলে আমাদের দেশকে জঙ্গি মুক্ত দেশ করা যাবে।

আজ ১৭ ই মার্চ জাতির জনক শেখমুজিবের জম্ম দিন ।।

তিনি এমন এক ব্যাক্তি যার রক্তের অভধানে পেয়েছে সোনার বাংলার স্বাধীন দেশ। আজ এই মাসে তিনি বাংলার মাটিতে জম্ম হয়ে, স্বাধীন করে দিয়েছে বাংলার মানুষকে। তার রক্তের অভধানে আমরা আজ খোলা আকাশের নিচে স্বাধীন হয়ে চলতে পারি। আজ ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখমুজিবের জর্ম্ম দিন। তিনি যদি এই দিনে বাংলার মাটিতে জর্ম্ম গ্রহন না করতেন, আমরা আজ স্বাধীন ভাবে চলতে পারতাম না এবং মুখ খোলে বলতে পারতাম না সোনার দেশ স্বাধীনদেশ। এবং তিনি জর্ম্ম গ্রহন না করলে কে বা কারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলার মাটি স্বাধী করতো!? তিনি এই মাসে জর্ম্ম হয়েছে বলেই আমরা আজ স্বাধীন দেশ হিসেবে জাতিকে বলতে পারি। আমরা মুখ ভরে বলতে পারবো,যে শেখমুজিবের রক্তের অভদানে আমার এই দেশ। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ।

সুপ্রভাত বাংলাদেশ,সুপ্রভাত আড়াইসিধা

আজ,শুক্রবার আরবি রজব মাস-১৪৩৮ হিজঃ ইংরেজি মার্চ মাস-১৭.০৩.২০১৭/বাংলা চৈত্র মাস-১৪২৩ ।।

মানুষ কি??

মানুষ মানুষকে তখনি চিনতে পারে। যখন সে নিজেকে ভালো করে চিনে ফেলে। এটাই বাস্তব। আর একটা মানুষ যখন হুচট খাই,সে তখনি চিনে যে আক্কল কি জিনিস। তাই এই দরাতে মানুষ,মানুষকে ছাড় দিয়ে চলতে হবে। এটাই মানবতা। ! মামুন