আজ কি একুশে ফ্রেবুয়ারি? নাকি ৩০ লক্ষ ভাই বোনদের বিনিময়ে দিবস? আমার জানামতে একটু জানোন।

আজ আপনারা মুখ ভরে বলতে পারেন একুশে ফ্রেবুয়ারি। কি দিয়ে যে একুশে ফ্রেবুয়ারি পেয়েছেন তা কি আপনি জানেন? বাংলাদেশের শতকরা ৮৫% লোক মনে হয় জানেন। আমি বলতে চাই,যারা জানেন আজ একুশে ফ্রেবুয়ারি তারা কিভাবে এই নামটি মুখে লন। কারন যে ৩০ লক্ষ ভাই বোনের অত্যাচার এবং রক্তের বিনিময়ে আজকের এই দিবস। তারা যদি বুকের তাজা রক্ত এই দেশের জন্য না দিতো আজকে এই দেশ কোনো ভাবেই স্বাধিন হতো না। এবং মুখে বলতে পারতেন না আজ একুশে ফ্রেবুয়ারি। তাদের এই কর্মের কারনে আমরা আজ পেয়েছি স্বাধিন দেশ, স্বাধিন মায়ের কুলের বাংলা ভাষা। কিন্তু যারা এই ভাষার জন্য এবং দেশের জন্য প্রাণ দিয়েছে তারা আজ কোথাই? তারা তো নেই,তারা নেই বলেই আমরা আজ স্বাধিন পেয়েছি। নতুবা পাকিস্তানের অত্যাচারে কারনে আজও প্রযন্ত আমাদের  মার খেতে হতো।
!
মামুন

Comments

Post a Comment

Popular posts from this blog

Nurul Islam Faruqi History

তুমি এই রাতের বাতাস...।