Posts

Showing posts from March, 2017

আজ ১৭ ই মার্চ জাতির জনক শেখমুজিবের জম্ম দিন ।।

তিনি এমন এক ব্যাক্তি যার রক্তের অভধানে পেয়েছে সোনার বাংলার স্বাধীন দেশ। আজ এই মাসে তিনি বাংলার মাটিতে জম্ম হয়ে, স্বাধীন করে দিয়েছে বাংলার মানুষকে। তার রক্তের অভধানে আমরা আজ খোলা আকাশের নিচে স্বাধীন হয়ে চলতে পারি। আজ ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখমুজিবের জর্ম্ম দিন। তিনি যদি এই দিনে বাংলার মাটিতে জর্ম্ম গ্রহন না করতেন, আমরা আজ স্বাধীন ভাবে চলতে পারতাম না এবং মুখ খোলে বলতে পারতাম না সোনার দেশ স্বাধীনদেশ। এবং তিনি জর্ম্ম গ্রহন না করলে কে বা কারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলার মাটি স্বাধী করতো!? তিনি এই মাসে জর্ম্ম হয়েছে বলেই আমরা আজ স্বাধীন দেশ হিসেবে জাতিকে বলতে পারি। আমরা মুখ ভরে বলতে পারবো,যে শেখমুজিবের রক্তের অভদানে আমার এই দেশ। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ।

সুপ্রভাত বাংলাদেশ,সুপ্রভাত আড়াইসিধা

আজ,শুক্রবার আরবি রজব মাস-১৪৩৮ হিজঃ ইংরেজি মার্চ মাস-১৭.০৩.২০১৭/বাংলা চৈত্র মাস-১৪২৩ ।।

মানুষ কি??

মানুষ মানুষকে তখনি চিনতে পারে। যখন সে নিজেকে ভালো করে চিনে ফেলে। এটাই বাস্তব। আর একটা মানুষ যখন হুচট খাই,সে তখনি চিনে যে আক্কল কি জিনিস। তাই এই দরাতে মানুষ,মানুষকে ছাড় দিয়ে চলতে হবে। এটাই মানবতা। ! মামুন

স্বাধীন বাংলাদেশের পতাকার ছবি। এখান থেকে ডাউনলোড করুন

Image
আমার প্রাণের বাংলাদেশের HD পিকচার। আপনারা এখানে কিল্ক করে, বাংলাদেশের HD পিকচার ডাউনলোড করুন।

পথভষ্ট আহলে হাদিসের নামাজ।

দেখেন পথভষ্ট আহলে হাদিসের নামাজ। তারাই হলো ওলি আউলিয়ার বিরোধ্যে। নামাজ না যেন হাসির নাটক